ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহী রাজিউন। আজ ১৭/০৬/২০২৫ ইং আনুমানিক সকাল ৬.৩০ মিনিটে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়ায় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুইজন স্পট ডেড। কারো পরিচিত হয়ে থাকলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। আমিন
পূর্বাঞ্চলের প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-র ১২৪ বছরের ইতিহাসে প্রথমবার এক নারী সভাপতির দায়িত্বে বসলেন প্রীতি এ. সুরেকা। গত শুক্রবার তাজ বেঙ্গলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে ২০২৫–২৬ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করা জানা গিয়েছে, প্রীতি এ. সুরেকা বর্তমানে ইমামি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি হার্ভার্ড বিজনেস স্কুলের স্নাতক। এমসিসিআই-র সর্বোচ্চ পদে তাঁর অভিষেককে সংগঠনের অগ্রগামী মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ব্যবসায়িক মহলের মতে, এই নির্বাচন কেবল সংগঠনের ইতিহাসে নয়, বাংলার শিল্প ও বাণিজ্যিক জগতেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে এমসিসিআই শিল্পপতি ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা নিয়ে এসেছে। প্রীতি সুরেকার নেতৃত্বে সেই কার্যক্রম নতুন দিশা পাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। সংস্থার তরফে জানানো হয়েছে, একজন নারী উদ্যোক্তাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া এমসিসিআই-র অন্তর্ভুক্তিমূলক মানসিকতার প্রতিফলন। শিল্প-বাণিজ্য থেকে শুরু করে নীতি নির্ধারণ— সর্বত্রই নারী নেতৃত্বকে এগিয়ে আনাই এর অন্যতম লক্ষ্য। শিল্পমহলের মতে, প্রীতি সুরেকার নেতৃত্বে এমসিসিআই কেবল ব্যবসায়ী স্বার্থসুরক্ষা নয়, পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ক্ষুদ্র-মাঝারি শিল্পের প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মতো ক্ষেত্রেও আরও সক্রিয় ভূমিকা নেবে। হয়।
মধু খেতে মিষ্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। মধু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সঠিকভাবে গ্রহণ করলে এটি স্বাস্থ্যের জন্য বरদানস্বরূপ। বিশেষ করে গরম জলতে মধু মিশিয়ে পান করলে অনেকগুণ উপকার পাওয়া যায়। এই মধু জল ওজন কমাতে সাহায্য করে, হজমশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্রদাহ কমায় এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। চলুন, এই পোস্টে মধু জল তৈরির পদ্ধতি এবং এর উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক।মধু জল তৈরির পদ্ধতি ১. গরম জল এবং মধু এক কাপ গরম জলতে ১-২ চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করলে শরীর সতেজ থাকে। ২. গরম জল, মধু এবং লেবুর রস এক গ্লাস গরম জলতে সামান্য মধু এবং লেবুর রস মিশিয়ে পান করলে শরীরের টক্সিন দূর হয়, হজমশক্তি বৃদ্ধি পায়। ওজন কমাতে চাইলে এই পানীয় খুবই উপকারী। ৩. মধু এবং দারচিনি গুঁড়ো গরম জলতে মধু এবং দারচিনি গুঁড়ো মিশিয়ে পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও, বিপাক বৃদ্ধি পায়। শরীরের চর্বিও কমে। ৪. মধু, লেবুর রস এবং আদা টুকরো ফুটন্ত জলতে আদা টুকরো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে তার সাথে মধু এবং লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি, কাশির সমস্যা দূর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মধু মিশ্রিত জলর উপকারিতা - প্রতিদিন সকালে খালি পেটে মধু মিশ্রিত জল পান করলে শরীর থেকে টক্সিন দূর হয়। - মধু হাড় এবং ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। - এই পানীয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ঋতু পরিবর্তনের সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে। - মধু জল শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। দ্রুত ওজন কমাতে সাহায্য করে। - মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি গলা ব্যথা উপশম করে। সর্দি এবং কাশিতে আরাম দেয়। - মধু প্রাকৃতিকভাবেই তাৎক্ষণিক শক্তি যোগায়, তাই ক্লান্ত বোধ করলে মধু মিশ্রিত জল পান করলে সতেজতা ফিরে পাবেন। - মধু বিপাক বৃদ্ধি করে হজমশক্তি উন্নত করে। পেটের অ্যাসিড উৎপাদন বৃদ্ধি করে খাবার হজমে সাহায্য করে। মনে রাখবেন: - ফুটন্ত জলতে কখনোই মধু মেশাবেন না। কারণ এতে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। - মধু জল কখনোই গরম করে পান করবেন না। - অ্যালার্জির সমস্যা থাকলে মধু জল পান করবেন না। - মধুতে চিনি থাকায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে মধু জল পান করা উচিত। - এক বছরের কম বয়সী শিশুদের এই পানীয় কখনোই দেবেন না।
Designed & Developed by JAMAN IT
"© 2025 JAMAN IT, All Rights Reserved"